খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) কে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে খুন করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত অংথোই মারমা বুদুংপাড়া যৌথ খামার এলাকার কংহ্লাউ মারমার ছেলে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় ইউপিডিএফ এর বক্তব্য পাওয়া যায়নি।