স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ অন্যান্য প্রতিষ্ঠান উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন ২০২০ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
৪ সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের লেজেসলেটিভ বিভাগের সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র অর্থ সচিবকে এর জবাব দিতে বলা হয়েছে। বুধবার জনম্বার্থে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ ওই আদেশ দেন।
পরে রিট আবেদনকারীর আইনজীবী ডক্টর শাহদীন মালিক বলেন, এই ধরনের অর্থ নেওয়ার ক্ষেত্রে সংবিধানে ক্ষতিপূরণ দেওয়ার বিধান থাকলেও আইনে তা নেই।
এ কারণে আইনটি চ্যালেঞ্জ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র উল্লেখ করে তিনি আরও জানান বিপিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিএসটিআইসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে উদ্বৃত্ত অর্থ বাবদ ৪০ হাজার কোটি টাকা নিয়েছে। কিন্তু তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।