জনগণের বিরুদ্ধে পুলিশ অবস্থান নেবে না বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ভেবেছিলাম নারায়ণগঞ্জ এবং ভোলার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বরখাস্ত করা হবে। কিন্তু তা হয় নাই।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এবার আর ভারতের সেই শক্তি নাই, যা দিয়ে নিজে বা কাউকে পাঠিয়ে নির্বাচন করবে।
বিশ্বায়নের এই যুগে ভারতকে দৃশ্যমান গণতন্ত্রের পক্ষেই থাকতে হবে।
গয়েশ্বর বলেন, দেন দরবার টালবাহানা আর ভারতের সমর্থনে এবার আর টিকে থাকার সুযোগ জনগণ দেবে না।
‘সরকার পতন কীভাবে করতে হয় সেই অভিজ্ঞতা আমাদের আছে। কয়েকটা লাশ ফেলায়া যদি ক্ষমতায় থাকার চেষ্টা করা হয় তা হবে না’ বলেন বিএনপির সিনিয়র এ নেতা।