চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন জনৈক তরুণী। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪ এর বিচারক মো. জামিউল হায়দারের আদালতে মামলাটি দায়ের করেন করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আব্বাস। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে আসিফ চৌধুরী লিমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী নিজেই মামলা করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, মামলার বাদী ওই তরুণীর বাড়ি ফেনী সদরের মাস্টারপাড়া এলাকায়। আসিফ আলী লিমনের সঙ্গে ২০২০ সাল থেকে তার প্রেমের সম্পর্ক। এর মধ্যে লিমন ৩ সেপ্টেম্বর মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে এই তরুণীকে চট্টগ্রামে নিয়ে আসে। এরপর তাকে বায়েজিদ থানাধীন অক্সিজেন নয়াহাট এলাকায় এক রাজনৈতিক বন্ধুর বাসায় নিয়ে এসে ধর্ষণ করে। এতে এই তরুণী অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এদিকে বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্র বলে দাবি করে অভিযুক্ত ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমন বলেন, আমার বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে নোংরা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে। এই মেয়ের সঙ্গে আমার গত ৪ বছর দেখাই হয়নি।
তিনি আরও বলেন, ওই মেয়ে গত ৯ মে এরকম একটা অভিযোগ দিয়ে আমাকে উকিল নোটিশ পাঠিয়েছিল। পরে একটা বিশেষ পক্ষের প্ররোচনায় এটা করেছে বলে ওই মাসের ২৯ তারিখ সেটা প্রত্যাহার করে নেয়। এখন সে আবার মিথ্যাচার করছে। সে এমন কেন করছে তা আমার বোধগম্য নয়। ইনশাআল্লাহ আমি আদালতে সব অভিযোগ মিথ্যা প্রমাণ করব।