সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব- ১২। উপজেলার চান্দাইকোনা পিংকি পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ইমামের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার করইশ গ্রামে।
বৃহস্পতিবার সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বেচা-কেনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ইমাম হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আর জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।