মাইগ্রেশনের দাবি না মেনে নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেন মেডিকেল কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা।
মাইগ্রেশনের দাবিতে দীর্ঘ দিন আন্দোলন করে আসা শিক্ষার্থীরা বলেন, এক দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠতে কলেজের যা থাকার কথা তার কোন উপকরণ দেয়া হয় না। পর্যাপ্ত রোগী না থাকা, নিয়মিত ক্লাসে প্রাক্টিক্যাল শিক্ষার বিপরীতে শিক্ষকরা ইউটিউব থেকে শেখার কথা বলেন বলে অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, আমরা কোনভাবেই আর এই প্রতিষ্ঠানে থাকতে চাচ্ছি না। আমরা দ্রুত মাইগ্রেশনের দাবি জানাচ্ছি। দাবি না মানলে শান্তিপূর্ণ আন্দোলন হয়তো আর শান্তিপূর্ণ থাকবে না। আমরা প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করবো।
বিএমডিসি থেকে কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কলেজ কর্তৃপক্ষ তা না মেনে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান তারা। এসময় তারা কলেজের বিরুদ্ধে ব্যাবস্থা এবং মাইগ্রেশনের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।