জ্বালানি তেলসহ দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলা এবং নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে সদর উপজেলা ও শহর যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতাকর্মীরা কামারপট্টি সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মো. রুবেল ফকির, মো. সোহাগ খান, মো. টিটু, পৌর যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন ও শাহিন খান প্রমুখ।