বগুড়া শহরের হোটেল পট্টি এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। সেগুলো হলো শহরের গালাপট্টি এলাকার আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার্স এবং তিনমাথা এলাকার হোটেল অবকাশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। পরে প্রথমে তিনমাথার হোটেল অবকাশ এবং পরবর্তীতে আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার্সে অভিযান পরিচালনা করা হয়। অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হওয়ায় সেগুলো সিলগালা করা হয়।
তিনি বলেন, এছাড়া আমির গেস্ট হাউজে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে তিন নারী এবং দুই পুরুষকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এরআগে, রোববার শহরের ছোট কুমিড়া এলাকায় একই অভিযোগে রয়েল ইন্টারন্যাশনালও সিলগালা করা হয়।