আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় গোলখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন হাওলাদার ।
সভায় বক্তব্য রাখেন হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব রায় , ছোট গাবুয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফেরদৌস , গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম হাওলাদার , , ইউপি সদস্য মো. দুলাল প্যাদা ও মহিলা ইউপি সদস্য মোসা. ঝুমুর বেগম। এছাড়াও জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সভায় উপস্থিত ছিলেন।