বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়ীয়া এলাকার বেরীর খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এসব জেলেদের আটক করা হয়। এসময় ৫ কেজি চিংড়ি, ৩ বোতল কীটনাশক, ৪টি জাল ও ৩টি নৌকা জব্দ করা হয়েছে।
আটক জেলারা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার আবু বকর মল্লিক (৫৮), কেরামত আলী (৫৫), মাহফুজ মল্লিক (২৫), টুটুল (২২), জাকির শেখ (২২). আবু বকর সিদ্দিক (২১), সোহেল হাওলাদা (২০) ও বাগেরহাট সদরের মো. আদম (২০)।
বন বিভাগ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়ীয়া এলাকার বেরীর খাল এলাকায় পৌঁছালে ৩টি নৌকাসহ জেলেদের দেখতে পায় টহলদল। টহলদলকে দেখে জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করে টহলদল। এসময়ে তাদের কাছ থেকে বিষ দিয়ে শিকার করা ৫ কেজি চিংড়ি, ৩ বোতল কিটনাশক, ৪টি জাল ও ৩টি নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানান হয়।