সামুদ্রিক লঘু নিন্ম- চাপের ফলে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপকুলীয় অঞ্চল সমুহ লাগাতার ভারী বৃষ্টিতে অসহায় হয়ে পড়েছে জনজীবন ও কৃষিআবাদী। আবহাওয়া অফিস এর ৩ নম্বর সংকেত অনুযায়ী দিন ভর অবিরাম বৃষ্টির ফলে সরকারি, বেসরকারি অফিসসহ স্কুল ,কলেজ, মাদ্রসার শিক্ষার্থীরা চরম বিপর্যয়ের মধ্যে দৈনন্দিন কাজ চালিয়ে নিতে দেখা যায়। এছাড়া নিন্ম ও মধ্যবৃত্তরা রান্না-বান্না কাজের,
চরম, দূর্ভোগ পোহাচ্ছে। গত দিন দিনে পানি উন্নয়ন বোর্ডের ১৩০ মি: মিটার এবং উপকূলীয় নদ নদী গুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বঙ্গোপসাগর ও উপকূলীয় পানপট্রির আগুন মূখা, বুড়া গৌরাঙ্গ, তেতুলিয়া ও রামনাবাদ নদী গুলো উত্তাল থাকায় স্থানীয় জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেয় আবহাওয়া অধিদপ্তর।