নরসিংদীর শিবপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরে থাকা আলমারির ভেতর থেকে সায়মা জাহান নামে ৮ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার যোশর এলাকা হতে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সায়মা আক্তার যোশর এলাকার মুন্সিবাড়ির সারোয়ার জাহানের মেয়ে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, দুপুর একটার পর থেকে সায়মা জাহান নামে ওই শিশুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
বিকেল নাগাদ শিশুটিকে খুঁজে পেতে মাইকিং করে তার পরিবারের সদস্যরা। কোথাও তার সন্ধান না পেয়ে খেলতে যাওয়া পাশের বাড়ির ভাড়াটিয়া হানিফ মিয়ার শিশুসন্তানকে জিজ্ঞেস করলে সে জানান, সায়মা তাদের ঘরে আছে। পরে হানিফা মিয়ার ঘরে থাকা একটি কাঠের আলমারির ভেতরে বস্তাবন্দি অবস্থায় শিশু সায়মার মরদেহ পাওয়া যায়। এ সময় ভাড়াটিয়া হানিফ ও তার স্ত্রী শেলী বেগমকে গণধোলাই দিয়ে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়মার মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর স্বজনরা জানান, শিশু সায়মা জাহানের কানে (স্বর্ণ) দুল ছিল। দুল দুটো নিতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
হানিফা মিয়া ও তার স্ত্রী শেলি আক্তার এরমধ্যে পুলিশের হাতে আটক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।