মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালঙ্কারসহ ৬ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানা সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তার দক্ষিণপাড়া গ্রামের ডেইরি ফার্মের মালিক (গরুর খামারী) রবিউল মোল্লার বাড়িতে বুধবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা টিনের বেড়া খুলে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় নগদ ১ লাখ ৫২ হাজার টাকা ও ৫ ভরী স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতদলের সদস্যরা। তবে ডাকাতদল একটি রামদা ফেলে যায়।
এই বিষয়ে রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ভুক্তোভূগী থানায় অভিযোগ দিলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব।