ফরিদপুরের সদরপুর উপজেলায় ২৮ কেজি গাঁজাসহ মো. রেজাউল করিম লিটন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। এ ব্যাপারে সদরপুর থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
সদরপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কাউন্টার টেরিজম এর একটি ইউনিট সদরপুর থানা পুলিশের সহযোগীতায় বুধবার উপজেলার ভাষানচর ইউনিয়নের ইন্তাজ মোল্লার ডাঙ্গী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় রেজাউল করিম লিটনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পরে তার হেফাজতে থাকা ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদরপুর থানায় মামলা হয়েছে।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, রেজাউল করিম লিটন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক বিক্রির নানা অভিযোগ রয়েছে।