গাজীপুর পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জিএমপির সহকারী কমিশনার আবু সায়েম নয়ন এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধনের সময় গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন- কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, পুলিশের কনস্টেবল জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।
তাৎক্ষণিকভাবে আহতদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম জানান, পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় আবু হেনা রনিসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
তিনি জানান, আবু হেনা রনি সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন। তার শরীরের ২৫-৩০ শতাংশ দগ্ধ হয়েছে।