আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২২) প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় মাসুদ রানা (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে আলমডাঙ্গা শহর থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল ইমরান হত্যার ঘটনায় অভিযুক্তদের মধ্যে মাসুদ রানাকে আটক করা হয়েছে।
বাকীদেরও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।