ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় বলাকা কমিউটার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোণা ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ে ময়মনসিংহের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হক জানান, নেত্রকোণার জারিয়া রেলস্টেশন থেকে ছেড়ে আসা ওই ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল।
এ সময় আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছাকাছি বলাশপুর এলাকা আসতেই এর দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ কারণে ময়মনসিংহ-নেত্রকোণা ও কিশোরগঞ্জের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি জানান, এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক লোক পাঠিয়ে হাইড্রোলিক জগ দিয়ে লাইনচ্যুত ট্রেনের চাকা লাইনে তোলার চেষ্টা চলছে। দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে।