গাজীপুরে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তা করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার সকালে র্যাব-১ এর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাইদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায় শনিবার কালিয়াকৈর উপজেলার গ্রামবাংলা এলাকায় ভোরের আলো নামের একটি বাস থেকে গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করে র্যাব-১ সদস্যরা।
আটক দুজন হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের আব্দুল অহিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও একই উপজেলার নায়ঘর নোয়াপাড়া গ্রামের মিজান মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (৩০)।
কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্ততে ‘ভোরের আলো’ নামক বাসে অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম ও মো. মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভেতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও ১৩ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়।