জ্বালানী তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে সমাবেশ করছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সমাবেশে দলের খিলগাঁও, সবুজবাগ ও মুগদার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।
সমাবেশে দলের নেতারা বলেন, সরকার বিএনপির আন্দোলনে ভীত হয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা নির্যাতন চালাচ্ছে।
তবে যেকোন পরিস্থিতিতে গণতান্ত্রিক পথে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চান তারা। আন্দোলন সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা সংগঠিত ও ঐক্যবদ্ধ বলেও জানান নেতারা।