সরকার যখন বৈদেশিক মুদ্রার সংকটে আছে, তখন কোন যুক্তিতে ইসি ৯ হাজার কোটি টাকা খরচ করে ১৫০ আসনে ইভিএম এ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। আগামী নির্বাচনে ইভিএম বাদ দেয়ার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার দলটির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে না আশঙ্কা করা হয়েছিলো, সেটাই হচ্ছে। দেশের মানুষের ধারণা হয়ে গেছে ইভিএম নিরব ভোট চুরি মেশিন।
নির্বাচন কমিশনের আচরণে বোঝা যায় তারা কার পক্ষে কাজ করছে। ৯ হাজার কোটি টাকা খরচ করে, ভোটের আগে জনগণকে মেরে ফেলতে চান কি না, নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখে জাতীয় পার্টি।