December 25, 2024, 4:36 pm

শেরপুরে প্লে শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত, গৃহশিক্ষককে কারাদণ্ড।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, September 20, 2022,
  • 34 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে প্লে শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মোনায়েম বিল্লাহ (২২) নামে এক গৃহশিক্ষককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে ৯ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ জরিমানা করা হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ কারাদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলা শহরের ওই প্লে শ্রেণির ছাত্রীকে পড়াতে তাদের বাসায় যান গৃহশিক্ষক মোনায়েম বিল্লাহ।
তখন ওই ছাত্রীর মা-বাবা বাসায় না থাকায় গৃহশিক্ষক তাকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করেন। হাঠৎ করেই শিশুটির মা বাসায় চলে আসেন ও ঘটনা দেখে ফেলেন। তখন ওই ছাত্রীর মা আশপাশের লোকজন ডেকে গৃহশিক্ষক মোনায়েমকে আটক করেন।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। সকলের উপস্থিতিতে গৃহশিক্ষক মোনায়েম অপরাধ স্বীকার করায় তাকে ৯ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, আসামি দায় স্বীকার করেছে। আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71