বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে জাসদ সভাপতি আসম আব্দুর রব বলেছেন, কোটি কোটি ডলার খরচ করে ইভিএম কিনবে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন না হলে সেই টাকা কে দেবে?
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের আগে জাতীয় সনদ তৈরি করে নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তারা।