আত্মরক্ষার জন্য নেতা-কর্মীদের এখন থেকে সমাবেশে মোটা লাঠি হাতে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আঘাত আসলে পাল্টা আঘাতের নির্দেশ দেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশনে সমাবেশে এসব বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশে ক্ষমতাসীনরা হামলা চালাচ্ছে, গুলি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন, সমাবেশের বক্তারা।
তারা বলেন, ভোটের অধিকার রক্ষায় রাজপথে নেমেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ১৮/১৪ সালের মতো আর কোনো নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। বাংলাদেশে তাদের অধীনে আর কোনো নির্বাচন হবে না। তাই নিরপেক্ষ ভুমিকা রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।