রাজধানীর মিরপুরে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সারাদেশে দলের কর্মসূচিতে হামলা এবং তিন কর্মী নিহতের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার বিকাল তিনটায় মিরপুর ৬নং সেকশনের বি ব্লকের বায়তুল মোশাররফ জামে মসজিদের সামনে এ সমাবেশ শুরু হয়।
আজ টানা ১১ দিনের মতো রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ করছে বিএনপি। এর আগে জোনভিত্তিক ১৬টি স্থানে সমাবেশের ঘোষণা দেয় দলটি। তারই অংশ হিসেবে ১১তম দিনে আজ মিরপুরে সমাবেশ করছে তারা। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
সমাবেশকে কেন্দ্র করে দুপুরের আগ থেকেই মিরপুর ৬নং এলাকায় বিভিন্ন গলিতে অবস্থান নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ব্যানার সম্বলিত মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা। ইতোমধ্যে সমাবেশস্থলে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।
এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।