কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়ায় বিদ্যুতের টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন নাইমুর রহমান সুবাস (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের ডোবায় ছিটকে পড়েন তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছেন তার ভাই প্রকৌশলী সোহাগ ইসলাম।
সোহাগ বলেন, ‘শুভ কুষ্টিয়া সরকারি কলেজের ভূগোল বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র। তাদের বাড়ি শহরের হাউজিং বি ব্লকে। এক সপ্তাহ হলো পাইলসের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সুবাস। তাকে বাড়িতেই পাহারা দিয়ে রাখা হতো। আজ মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল। কোনো এক ফাঁকে সে প্রাচীর টপকে বাড়ি থেকে বের হয়ে দুপুর ১২টার দিকে বিদ্যুতের টাওয়ারের উপরে উঠে যায়। উপরে উঠে নিজেই পা এগিয়ে স্পর্শ করেন সঞ্চালন লাইনে। এ সময় বিস্ফোরণ হয়ে পাশের ডোবার পানিতে পড়ে যান সুবাস ’
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা বলেন, ‘তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে। তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ’
কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।