January 4, 2025, 9:59 am

গলাচিপায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্মবার্ষিকী পালিত।

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : Friday, September 23, 2022,
  • 38 Time View

  যুগে-যুগে সনাতন ধর্মবলম্বীদের মাঝে সাধক ও ধর্মের সত্য বানী ও ন্যায়ের পথে মানবকুলকে, যে মহাপুরুষেরা জাগতিক পৃথিবীতে আর্বিভাব ঘটেছে, তাদের মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী ওরফে অনুকূল ঠাকুর অন্যতম একজন। তার ১শত ৩৫তম জন্মবার্ষিকীতে, গলাচিপায় সৎ সংঙ্গের উপজেলা কমিটি আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে, দিবসটি পালন করে। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় গলাচিপা কেন্দ্রীয় কলিমন্দির প্রাঙ্গন থেকে, ব্যান্ড পার্টি বাজিয়ে শত-শত ভক্তবৃন্দ, নারী পুরুষসহ এক বর্ণ্যঢ্য র‌্যালি মিছিল বের করে।

 

র‌্যলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিমন্দিরে পুজা অর্চনা, প্রসাদ বিতরণ শেষে, অনুকূল ঠাকুরের জীবন দর্শন ও স্মরণীয় বানী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা সৎ সংঙ্গ কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বাবু শংকর লাল দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন ,

 

কেন্দ্রীয় কালি কমিটির সভাপতি দিলীপ কুমার বনিক, অবসর প্রাপ্ত শিক্ষক পন্ডিত সুধীর রঞ্জন শীল, সৎ সংঙ্গের সাধারণ সম্পাদক সত্য রঞ্জন কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস ও বাবু হরি কর্মকার প্রমুখ। এছাড়া সন্ধ্যায় ধর্মীয় গীত ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অনুকূল ঠাকুরের, শত-শত অনুসারী ভক্তরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71