ভোলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এনামুল নামের এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের জেলা পরিষদ পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। আহত পুলিশ সদস্য ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির জানান, পুলিশ লাইন্সে কর্মরত ওই কনস্টেবল সপরিবারে জেলা পরিষদ এলাকায় ঘুরতে আসেন। এ সময় বখাটেরা তার স্ত্রীকে উত্ত্যক্ত করে। এতে প্রতিবাদ করায় বখাটেরা তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় এনামুলের গলায়, মুখে, ঘাড়ে পেটে ও হাতে ছয়টি আঘাত লাগে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।