এ দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমঝোতার রাজনীতি শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্ট সজিব ওয়াজেদ জয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমান। তিনি সমঝোতার রাজনীতি শুরু করেছিলেন। ’
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুন্সিগঞ্জের শাওন হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই দেশে এখন গণতন্ত্রহরণকারীরাই গণতন্ত্রের কথা বলেন। হত্যার সঙ্গে জড়িত থেকে গণতন্ত্র ও শান্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। ’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ভয়াবহ অবস্থায় বাস করছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরিভাবে বিকৃত করা হয়েছে। ভিন্ন ন্যারেটিভ তুলে ধরা হয়েছে। যারা যুদ্ধ করলেন তাদের নাম উচ্চারিত হয়নি। এম এ জি ওসমানীর নাম উচ্চারিত হয় না। জিয়াউর রহমানের নামও উচ্চারিত হয় না। ’
তিনি বলেন, ‘তারা মনে করে প্রচার করলেই ইতিহাস তা গ্রহণ করে। ইতিহাস তা নেয় না। লক্ষ মুক্তিযোদ্ধার নাম, জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। ’
‘যে কারণে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিলাম, এখনও সেটি নিয়েই রাজপথে নামতে হচ্ছে বিএনপিকে’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘স্পষ্ট করে বলেছি, এই আন্দোলন-এই রক্তদান-এই বলিদান, শুধু বিএনপির জন্য নয়। বাংলাদেশের জন্য। ’