হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের (কৃষ্ণা ও শামসুন্নাহার) ব্যাগ থেকে হারানো টাকা ফেরত দিয়েছে বাফুফে। শামসুন্নাহার সিনিয়রকে ১ লাখ টাকা দেয়া হয়েছে আর কৃষ্ণা রাণীকে দেয়া হয়েছে দেড় লাখ টাকা।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পক্ষে অর্থ তুলে দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
এর আগে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড় কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে হারানো অর্থ উদ্ধার না হলে বাফুফে সেই অর্থ দেবে।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফেরার পথে বিমানবন্দর থেকে কৃষ্ণা ও শামসুন্নাহারের লাগেজ ভেঙ্গে ডলার চুরির ঘটনা ঘটে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে।