পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নদীতে তল্লাশি শুরু হলে দুই দফায় ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নৌকাডুবির ঘটনায় জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে।
তথ্যকেন্দ্রের তথ্যমতে, নিখোঁজ ব্যক্তির সংখ্যা বাড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী, এখনও ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পিপিএম নিউজ টোয়েন্টিফোরকে জানান, বোদা উপজেলার বোদেশ্বরী মন্দিরে প্রতি বছর মহালয়া পূজা অনুষ্ঠিত হয়। সেখানে দুর-দূরান্ত থেকে মানুষজন আসে। রোববার বেলা আড়াইটার দিকে নৌকাযোগে আউলিয়াঘাট থেকে করতোয়া নদী পার হচ্ছিল বোদা উপজেলার মারেয়া ইউনিয়ন থেকে ৬০-৭০ জনের মতো লোক। মাত্র ২০-২৫ গজ এগুতেই নৌকাটি উল্টে এবং ডুবে যায়। স্পটেই ১৭টা লাশ পাওয়া যায়।