পটুয়াখালীর কলাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত ও গুরুতর আহত ৭ জনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।
দুর্ঘটনার খবর পেয়ে রোববার, বিমানযোগে ঢাকা থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে গিয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং নিহত ওই পরিবারকে নগদ ২৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।
এসময় আহতদের চিকিৎসার ব্যয়ভারসহ তাদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন এই সংসদ সদস্য।
এমপির সাথে হাসপাতালে যান তার সহধর্মিণী ও কলাপাড়ার উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা।
উল্লেখ্য, শনিবার দুপুরে উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ এলাকায় কুয়াকাটার বিকল্প সড়কে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় জিহাদ নামের এক শিশু। বিচ্ছিন্ন হয়ে যায় তার মায়ের দু’পা। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয় জিহাদের বড় বোন মীম আক্তার, ছোট ভাই জুনায়েদ (৬) ও দাদী জাহানারাসহ অটোরিকশার আরও ৭ জন যাত্রী।
পরে শনিবার গভীর রাতে বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে পা বিচ্ছিন্ন মুক্তা বেগমও মারা যায়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।