December 27, 2024, 4:14 am

ঢাবি উপাচার্যের সাথে দেখা করতে গিয়ে হামলার শিকার ছাত্রদল নেতারা।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, September 27, 2022,
  • 39 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, এতে ছাত্রদলের অন্তত ১০জন আহত হয়েছে।

মঙ্গলবার স্যার এ এফ রহমান হলের সামনে এই ঘটনা ঘটে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বিকাল চারটার দিকে নীলক্ষেত মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে অবস্থান নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। ছাত্রদলের অভিযোগ, এসময় অন্তত চারজনকে বেধড়ক পেটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

তবে হামলার বিষয়ে ছাত্রলীগ নেতারা জানান, অছাত্রদের প্রতিহত করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগ এ হামলায় জড়িত নয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, ছাত্রদলের ওপর হামলার ঘটনা সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71