বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে একটি বিলুপ্তপ্রায় সজারু উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে সজারুটি উদ্ধার করা হয়।
দুপুরে উদ্ধার হওয়া সজারুটি সুন্দরবনের ভোলা নদীর পশ্চিম পাড়ে ধাবড়ি খাল সংলগ্ন অরণ্যে অবমুক্ত করা হয়।
কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) ভোলা টহল দলের সভাপতি মো. খলিল জমাদ্দার জানান, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের গৃহকর্তা ছালাম গাজী মঙ্গলবার সকালে বাড়ির বাগানে সজারুটি দেখতে পান।
পরে তিনি আমাকে বিষয়টি জানান। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য ও সিপিজির সদস্যদের নিয়ে ওই বাড়ি যাই। সেখান থেকে এই সজারুটি আটক করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে উদ্ধার হওয়া সজারুটি দুপুরে সুন্দরবনের ভোলা নদীর পশ্চিম পাড়ে ধাবড়ি খাল এলাকায় অবমুক্ত করা হয়। উদ্ধার হওয়া এই সজারুটির ওজন প্রায় ৪ কেজি। বয়স আনুমানিক এক বছর। পূর্ণ বয়স্ক একটি সজারু ১০ থেকে ১২ কেজি ওজন হয়। প্রাণীটি ১৮ থেকে ২০ বছর বেঁচে থাকে।