December 23, 2024, 12:20 pm

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানসহ ১৩জনের নামে দুদকের মামলার সিদ্ধান্ত।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, September 27, 2022,
  • 38 Time View

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ ১৩জনের নামে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে তিনজন ইজারাদারও রয়েছেন।

অনুসন্ধান প্রতিবেদনের আলোকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মামলাটির অনুমোদন দেয় কমিশন।

দুদক সূত্রে জানা গেছে, দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলাটি করা হবে।

সংস্থাটির উপসহকারী পরিচালক আলিয়াজ হোসেন বাদি হয়ে যে কোনো সময় মামলাটি করবেন।

 

গোলাম সাদেক ছাড়াও অভিযুক্তরা হলেন- বিআইডব্লিউটিএ সদস্য দেলোয়ার হোসেন, দুই পরিচালক আবু জাফর হাওলাদার, ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক সাইফুল, যুগ্মপরিচালক জুলফা খানম, উপপরিচালক মোস্তাফিজুর রহমানসহ সাবেক তিন উপপরিচালক সেলিম রেজা, কবির হোসেন, মাসুদ পারভেজ , ঠিকাদার এজাজ আহমেদ সোহাগ, সাইফ আহমেদ ইমন ও রফিকুল ইসলাম খান।

দুদকের ওই অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, আরিচার নগরবাড়ি, কাজিরহাট, নরাদহ নদী বন্দরে ইজারা দেয়ায় কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। ২০২০-২১ ও ২১-২২ এ দুই অর্থবছরে দুর্নীতির মাধ্যমে ইজারা দিয়ে সরকারের ক্ষতি হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি। যোগসাজশে লাভবান হয়েছেন অভিযুক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71