আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮২ সেন্ট কমে ৮৫ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোয় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি ও তার জেরে জ্বালানির চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় কয়েক সপ্তাহ ধরেই তেলের দাম কমেছে। তার সঙ্গে যোগ হয়েছে মার্কিন ডলারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রভাব।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার লেনদেনের একপর্যায়ে তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫১ ডলারে নেমে গিয়েছিল, যা গত জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।