জুসে ওষুধ মিশিয়ে কিংবা লঞ্চের দরজার মাস্টারকে ব্যবহার করে দীর্ঘ ১০ বছর ধরে লুট ও চুরি করে এসেছিল একটি চক্র। এই চক্রের মূলহোতা খাইরুল ইসলামকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি জানান ঢাকা অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
তিনি জানান, যাত্রী বেশে লঞ্চে উঠতো খায়রুল ও তার সহযোগীরা।
এরপর অন্য যাত্রীদের সাথে সখ্যতা বাড়িয়ে ওষুধ মেশানো জুস খাইয়ে তাদের সর্বোস্ব লুট করে নিতো এই চক্র। এছাড়া লঞ্চের প্রতিটি রুমের দরজা খুলতে মাস্টারকে ব্যবহার করত খাইরুল চক্র।
তিনি জানান, তাদের প্রধান টার্গেটই ছিল নারীদের ভ্যানিটি ব্যাগ হাতিয়ে নেয়া। এই চক্রের সাথে জড়িত আরও ছয়জনের তথ্য পেয়েছে নৌ পুলিশ। যাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় নৌ পুলিশের এই কর্মকর্তা।