যশোরের শার্শা উপজেলায় ১০ পিস স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উপজেলার সীমান্তবর্তী গ্রাম রুদ্রপুরের একটি আমবাগান থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই যুবককে আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ২৩৩ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকা।
আটককৃত সাকিব হোসেন (১৮) পাশ্ববর্তী গোগা গ্রামের বাসিন্দা। তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত বলে দাবি বিজিবির।
এসব তথ্য নিশ্চিত করেছেন খুলনা- ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান।
তিনি বলেন, ‘গোপন খবরে বিজিবি হেডকোয়ার্টারের একটি স্পেশাল দল রুদ্রপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় একটি সারের ব্যাগসহ সাকিব নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে নিয়ে সারের ব্যাগ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এসব সোনা ভারতে পাচারের জন্য সীমান্তে যাচ্ছিলেন তিনি। ’