সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে ছুরি নিয়ে প্রবেশ করার অপরাধে আটক করা হয়েছে ৫ জনকে। তবে তারা কী উদ্দেশ্যে ছুরি নিয়ে প্রবেশ করেছিলেন সেই উত্তর পরিষ্কার নয়। জিজ্ঞাসায় তারা জানিয়েছে, কেক কাটতেই নাকি এই ছুরি নিয়ে প্রবেশ করেছেন তারা। তবে কেক কাটতে এত বড় ছুরি নিয়ে প্রবেশের পেছনের ঘটনা খুঁজছে পুলিশ।
জানা যায়, বুধবার বিকেলে রাজধানীর সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী আইনজীবী পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস।
সভা শেষে তাপস বের হয়ে যাওয়ার সময়ে তার পেছনে দেয়া যায় সন্দেহভাজন এক ব্যক্তি তারা পিছু নিয়েছে। এসময় তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় একটি সাদা কাপড় ও বড় দুটি ছুরি। এসময় তার সাথে থাকা এক নারীসহ আরও চারজন তাকে ছাড়িয়ে নিতে আসলে তাদেরও আটক করা হয়। পরে শাহবাগ পুলিশের হাতে তুলে দেয়া হয় তাদের।
সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, অভিযুক্ত রাজিবের ব্যাগে দুটি ছুরি, একটি সাদা কাপড় ও আরও কিছু জিনিস পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসায় সে জানিয়েছে কেক কাটতেই নাকি এই ছুরি নিয়ে প্রবেশ করেছে সে। তবে কেক কাটতে এত বড় মাংস কাটা ছুরি কেন- এ বিষয়টা সন্দেহজনক।
ডিএমপি রমনা জোনের উপ পুলিশ কমিশনার মো শহীদুল্লাহ বলেন, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তাদের কাছে দুটি ছুরি পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপরে প্রকৃত রহস্য জানা যাবে।