এবার দেশব্যাপী ৩২ হাজার ১শ’ ৬৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি পূজা মণ্ডপে নজরদারী করছেন। তবে নিরাপত্তার জন্য সবার সুন্দর মানসিকতা প্রয়োজন বলে জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে পূজার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি জানান, ঢাকা মহানগরে ২৪২টি মন্ডপে পূজা হবে। তিনি আরও বলেন, দুর্গাপূজায় পঞ্চগড়ের নৌকা ডুবে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রশাসনের আন্তরিক সহায়তায় বিগত বছরগুলোতে সুষ্ঠু ভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন সভাপতি।
ঢাকা মহানগরের মণ্ডপে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২১ দফা নির্দেশিকা দেয়া হয়েছে।