নওগাঁর বদলগাছীতে মোবাইল ব্যবহার করতে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে রাফি সানজিদা রাহী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
রাহী বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি উচ্চবিদ্যলয় থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।
সে বদলগাছী সদর উপজেলার কাদিবাড়ীর (মৃধাপাড়া) গ্রামের রাসেল আহম্মেদ ডবলুর মেয়ে।
জানা যায়, চলমান এসএসসি পরীক্ষা ভালো না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় তার মা-বাবা রাহীকে বকাঝকা করেন। সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় রাহীর মা-বাবা তাকে বকাঝকা করেন। এর একপর্যায়ে তার কাছ থেকে মোবাইলটি কেড়ে নিলে রাহী নিজের ঘরে ঢোকে। পরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন মা-বাবাসহ স্থানীয় বাসিন্দারা। তখন রাহীকে ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আতিয়ার রহমান বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।