সাংবাদিকদের ‘কলম সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু। তিনি বলেন, কতিপয় ‘কলম সন্ত্রাসী’ সামান্য বিষয়ে সুযোগ পেলেই তা অনেক বড় করে প্রচার করে। বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে যদি কিছু লিখলে তারা জনপ্রিয়তা পাবে। সাংবাদিকরা সেই জনপ্রিয়তা পেতেই সংবাদ প্রচার করে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ির ছাতির বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এদিকে ছাত্রলীগ নেতার এমন বক্তব্যের পর থেকে সাংবাদিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সাংবাদিকরা ছাত্রলীগ নেতার এহেন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।