January 1, 2025, 3:56 pm

গাজীপুরে আলোচিত যুবককে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, October 2, 2022,
  • 33 Time View

গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে রানা নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। গ্রেফতার আকাশ (২৫) গাজীপুরের শ্রীপুরে উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজে এলাকার আব্দুল করিমের ছেলে।

শনিবার দিবাগত ১২টার দিকে র‌্যাব-১ পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল বেলা সাড়ে পাঁচ টায় আসামি আকাশকে গ্রেফতার করা হয়।
র‍্যাব আরও জানান, গত ২৩ সেপ্টেম্বর রাতে ১১টায় তেলিহাটির মুলাইদ গ্রামের রানা মিয়াকে দুর্বৃত্তরা চুরির অপরাধে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আসামি শিপনের দোকানের সামনে রাস্তায় ফেলে রাতভর রড, হাতুড়ি, লাঠি, ড্রিল মেশিন দিয়ে নির্যাতন করে হত্যা করে। ভুক্তভোগী রানা মিয়া চিৎকার দিলে তার মুখের ভিতর কাগজ গুজে বৈদ্যুতিক শক এবং পুরুষাঙ্গের ভিতর রড ঢুকিয়ে দিয়ে পৈশাচিক নির্যাতন চালায়। এমনকি হাতুড়ি দিয়ে পিটিয়ে বুকে পাজর, হাত পা ভেঙ্গে দেয়। ড্রিল মেশিন দিয়ে পা ছিদ্র করে গুরুত্বর জখম অবস্থায় রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়।

পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে রানাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকা জনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। সেখান থেকে রানাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে রেফার করলে বক্ষব্যাধি হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে যাওয়ার পথে রানার উপর নির্যাতনের ভয়াবহ তথ্য সে নিজে পরিবারবর্গের নিকট বর্ণনা করেছেন।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ঘটনায় নিহতের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এলাকাবাসী খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য লাশ নিয়ে মানববন্ধন করেন। ঘটনার পরই আসামিরা আত্মগোপন করে।

আটককৃত আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71