নরসিংদীর মাহমুদাবাদে একটি ট্রাকের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রোববার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিএনজিচালিত একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতে উঠে ৮ জনকে চাপা দেয়।
এ সময় তিনজন ঘটনাস্থলেই মারা যান। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকি ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, স্থানীয় গ্যাস পাম্প থেকে একটি সিএনজি অটোরিকশা গ্যাস ভরে ঢাকা সিলেট মহাসড়ক ধরে রায়পুরার বারৈচার দিকে আসছিল। অপরদিকে সিলেট অভিমুখী মালবাহী একটি ট্রাক ভৈরব যাচ্ছিল। এমন সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয় এবং সড়কের পাশে থাকা একটি ফুটপাতের বাজারে ওঠে ওল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনসহ মোট চারজন নিহত হয়। আহত আরও পাঁচজন পাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।