কুষ্টিয়ায় বিয়ের একদিন পর বাথরুম থেকে রনি প্রামাণিক নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার জুগিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রনি ওই এলাকার মৃত তাছের প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে বিয়ে করেন রনি।
পরদিন শনিবার দুপুরে বাথরুমে গোসল করতে যান তিনি। দীর্ঘ সময় পরেও বাইরে না আসায় স্থানীয়রা দরজা ভেঙে দেখেন, পরনের লুঙ্গি গলায় পেঁচানো অবস্থায় পড়ে আছেন রনি। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।