পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় দশম দিনের মতো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) এ উদ্ধার অভিযান চালায় বোদা ফায়ার সার্ভিস। তবে অভিযান কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
এদিকে নৌকাডুবি ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
তদন্ত কমিটির আহ্বায়ক এ বিষয়ে কথা বলতে নারাজ। তবে ঘাট ইজারাদার ও মাঝির অসচেতনার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চালানো উদ্ধার অভিযান সম্পর্কে বোদা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহজাহান আলী জানান, অভিযানে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। মাটি এবং বালির নিচে মরদেহগুলো চাপা পড়ে যেতে পারে। এ জন্য মরদেহ খুঁজে পাওয়া যাচ্ছেনা। তবে প্রতিদিন সকাল এবং বিকেলে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
এ দিকে তদন্ত প্রতিবেদন নিয়ে সাধারণ মানুষের মাঝে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। কিন্তু তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা জল্পনা কল্পনা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবী তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ করা হোক।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক দীপঙ্কর কুমার রায় জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য ৫টি সুপারিশ উল্লেখ করা হয়েছে।
গত সোমবার জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনে বেশ কিছু বিষয় উঠে এসেছে। এর মধ্যে ঘাটের ইজারাদার, অদক্ষ মাঝি, ধর্মীয় অনুভূতি এবং উপস্থিত সবার অসচেতনার বিষয়টি উল্লেখযোগ্য।
পুলিশ এবং ফায়ার সার্ভিসও এ বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি।