যশোর সদর উপজেলার পতেঙ্গালি এলাকায় শিশু সানজিদা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সানজিদার পিতা সোহেল রানা, মা শরিফা খাতুন, ইউপি মেম্বার জাহিদুল ইসলাম, নারী ইউপি সদস্য সাহিদা ইয়াসমিনসহ পতেঙ্গালী ও আশপাশের গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।
গত ১ অক্টোবর দুপুরে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সানজিদা।
পরিবারের লোকজন তাকে খুঁজে ব্যর্থ হয়ে যশোর কোতোয়ালি থানায় জিডি করেন। এরপর ডিবি পুলিশ তদন্ত শুরু করে সানজিদার প্রতিবেশি আনজুয়ারা বেগমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে এবং ওইদিন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ির চালের ড্রাম থেকে সানজিদার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সানজিদার পিতা সোহেল রানা মামলা দায়ের করলে পুলিশ আনজুয়ারার আরো দুই সহযোগী আব্দুল মালেক গাজী ও তার স্ত্রী খাদিজা বেগমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওই তিন আসামির ফাঁসির দাবিতে আজ এ মানববন্ধন করেন গ্রামবাসী। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন।