December 27, 2024, 4:40 am

সরকারের অপরিকল্পিত প্রজেক্টগুলোর কারণেই বিদ্যুৎ বিভ্রাট: ফখরুল।

অনলাইন ডেক্স
  • Update Time : Wednesday, October 5, 2022,
  • 34 Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য সরকারের দায়িত্বহীনতাই দায়ী। এর জন্য দায়ী সরকারের অপরিকল্পিতভাবে প্রজেক্ট গ্রহণ করা, উন্নয়নের কথা বলা। কারণ, সরকারের কোথাও জবাবদিহিতা নেই।

সারাদেশে ব্ল্যাক আউটের বিষয়ে বুধবার (৫ অক্টোবর) রাজধানীর আসাদগেটে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন ফখরুল।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে।

 

ব্রিফিংয়ে ফখরুল বলেন, ‘অপরিকল্পিত প্রকল্প গ্রহণের একটা লক্ষ্য আছে- দুর্নীতি করা। সেই দুর্নীতির মাধ্যমে উন্নয়নের কথা বলে মানুষকে দুর্ভোগে ফেলেছে। সরকার যে চিৎকার চেঁচামেচি করছে, আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। প্রয়োজনের তুলনায় অনেক বেশি উৎপাদন হচ্ছে- এসবই বাগাড়ম্বর ছাড়া আর কিছু নয়। ’

মির্জা ফখরুল বলেন, ‘গতকালের (মঙ্গলবার) ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেছে প্রায় সারা দেশেই আট ঘণ্টা। টোটাল ব্ল্যাক আউট হয়ে গেছে। এ থেকে যা বোঝা যায়, তা হচ্ছে সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে বহু প্রজেক্ট করেছে, বহু টাকাপয়সা বানিয়েছে। তারপর জাতিকে এরকম একটা বড় রকমের দুর্যোগের মধ্যে ফেলেছে। ’

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দুপুরে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় ৮ ঘণ্টা পরে রাতে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

আওয়ামী লীগের অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘বর্গীদের মতো অবস্থা তৈরি হয়েছে। তারা (আওয়ামী লীগ) লুট করছে, অর্থ পাচার করছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ-দে মাস্ট গো (তাদেরকে অবশ্যই চলে যেতে হবে)। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71