পরপর দুই বলে আউট লিটন ও মোসাদ্দেক। পরের ওভারে আউট আফিফ। আফিফের দেখানো পথে সোহানও ফিরলেন সাজঘরে। নেওয়াজের তৃতীয় বলে সুইপ শর্ট খেলতে গিয়ে হায়দার আলীর হাতে ধরা পড়েন লিটন। আউট হওয়ার আগে তিনি ২৬ বলে ৩৫ রান করেন।
পরে বলে পেছনের পায়ে ভর দিয়ে আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন মোসাদ্দেক হোসেন। তিনি রানের খাতা খোলার আগেই প্যাভিলনে ফেরেন।
এরপর আফিফকে নিয়ে জুটি বাধেন অধিনায়ক সোহান। কিন্তু আফিফ অধিনায়ককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি।
২৩ বলে ২৫ রান করে শাহনওয়াজ দাহানির বলে আউট হন তিনি।