December 27, 2024, 4:00 am

ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা।

অনলাইন ডেক্স
  • Update Time : Saturday, October 8, 2022,
  • 36 Time View

ছাত্র অধিকার পরিষদের ১৮ জনের বিরুদ্ধে শহবাগ থানায় মামলা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বহিরাগতদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে ছাত্রলীগকে গালিগালাজ করার অভিযোগ আনা হয়।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য জানান।

মামলায় আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মো. তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি মো. রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মো. সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মো. বেলাল হোসেন, মো. আবু কাউছার হাওলাদার ও মাহফুজ। এছাড়া আরও অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী নাজিম উদ্দিন বলেন, ‘আমরা টিএসসিতে প্রোগ্রামে যাচ্ছিলাম। তারা কিছু স্কুলের শিক্ষার্থী, বহিরাগতদের নিয়ে আবরার হত্যার বিচার চেয়ে প্রোগ্রাম করছিল। দেখলাম এখানে তারা সরকারকে, ছাত্রলীগকে গালিগালাজ করছে। এ সময় আমরা তাদের বলি আবরার তো আমাদের ছাত্র নয়। এখানে প্রক্টরিয়াল টিম আসে, তারা জানায় এ প্রোগ্রামের অনুমোদন নেই। তারা প্রক্টরিয়াল টিম এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। একপর্যায়ে তাদের কিছু লোক ইট ছুড়লে আমার মাথায় এসে পড়ে। আমাদের আরও কয়েকজন আহত হয়। পরে আরও কিছু শিক্ষার্থী তাদের ধাওয়া দিয়ে বিতাড়িত করে। আমরা শাহবাগ থানায় মামলা করেছি। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71