জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের চরভদ্রাসনে ভাই ও ভাবিকে কুপিয়ে জখম করেছেন ছোট দুই ভাই। শুক্রবার (৭ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের বিএসডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।
আহতরা হলেন চরভদ্রাসন উপজেলার মো. সরোয়ার হোসেন তালুকদার (৫৬) ও তার স্ত্রী শাহানাজ পারভীন (৪০)।
ভুক্তভোগী শাহানাজ পারভীন জানান, আমাদের ঘরের সামনে দেবর রাজু তালুকদার কোদাল দিয়ে গর্ত খুঁড়ছিলেন। এ সময় আমার স্বামী তাকে গর্ত খুঁড়তে বাধা দেন। তখন বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আমার স্বামীকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করেন রাজু। তখনি আমি ঠেকাতে গেলে আমার দুই দেবর সাঈদ (৫০) ও রাজু (৩৫) আমাকেও কুপিয়ে আহত করেন। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে জানতে রাজু তালুকদারের যোগাযোগ করা সম্ভব হয়নি।
মারামারি বিষয়ে অভিযুক্ত সাঈদ তালুকদার জানান, জমিজমা নিয়ে বড়ভাই সরোয়ার তালুকদারের সঙ্গে বিরোধ চলছে। তবে আমি বড় ভাইকে কুপিয়ের আহত করার সঙ্গে জড়িত নই।
এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল জানান, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।